আজ মা দিবসে মাকে নিয়ে লিখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাসমিয়াহ্ আফরিন পৃথিবীর সব মা-ই কি জাদুকর! তাই তো মনে হয়। এই যেমন আমার মা। শিল্প-সংগীতের চর্চা আমার পরিবারে ছিল না কখনোই। কিন্তু কেবল মায়ের জাদুর স্পর্শে কীভাবে যেন গান-অন্তঃপ্রাণ হয়ে গেলাম আমি। গল্পটা বলি। মায়ের কাছেই শোনা। যখন আমার […]