মতামত

গাছ কাটা আর পার্ক ধ্বংস রাজধানীকে তাপীয় দ্বীপে পরিণত করেছে

চারপাশের গ্রামীণ এলাকার তুলনায় শহরের তাপমাত্রা বেশি থাকে। কারণ, শহর এলাকায় গাছপালা ও উন্মুক্ত স্থান গ্রামের তুলনায় অনেক কম। গাছপালা ছায়া দিয়ে এবং প্রতিনিয়ত পানি বাষ্পীভবনের মাধ্যমে বাতাসের তাপমাত্রা কমিয়ে চারপাশকে শীতল রাখে। অন্যদিকে শহরে গাছপালা কম থাকে এবং ভূপৃষ্ঠ ইট-বালু-সিমেন্ট-কংক্রিটে বাঁধাই করা থাকে, ফলে শহরাঞ্চল গাছের ছায়া থেকে বঞ্চিত হয়, ইট-বালু-কংক্রিট সূর্যের তাপে অধিক […]